খাল উদ্ধার একদিনে সম্ভব নয়: মেয়র আতিক

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ১, ২০২১

সামান্য বৃষ্টিতেই রাজধানীজুড়ে জলাবদ্ধতা পুরানো সমস্যা। প্রতি বর্ষায় দুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়ায় রাজধানীবাসীর জন্য।

জলজট নিরসনে বারবার উদ্যোগ নিয়েও কাজের কাজ হয়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা ও খালগুলো দখল হয়ে যাওয়ায় জমে থাকে পানি।

বিষয়টি স্বীকার করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

বৃষ্টি হলেই জলজটের ভোগান্তি রাজধানীবাসীর চেনা। ভোগান্তিও যেন অভ্যাসে দাঁড়িয়েছে। সমাধানের পথ বার বার বাতলে দেয়ার পরও সঙ্কট আছে আগের জায়গাতেই।

জাতীয় নদী রক্ষা কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে রাজধানীজুড়ে ৬৫টি খাল রয়েছে।

যেগুলো জলাবদ্ধতা থেকে রক্ষা করছিলো ঢাকাকে। দখল আর ভরাটে অস্তিত্ব নিয়েই সঙ্কটে এ খালগুলো। জলাবদ্ধতার অন্যতম কারণ এটাই।

এতে একমত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও। নগরীর খালগুলোর ২৬টি এরই মধ্যে ঢাকা ওয়াসার কাছ থেকে বুঝে নিয়েছে দুই সিটি করপোরেশন।

মেয়র আতিক বলেন, বাকি খালগুলো উদ্ধার করতে পারলে কিছুটা হলেও সমাধান মিলবে।

তিনি আরও বলেন, কল্যাণপুরে যে খালটি ১৭৩ একর জমির হলো রিটার্নফম, সেই ১৭৩ একের মধ্যে মাত্র ৩ একর আছে, বাকিটা দখলে।

রূপনগর খালের জন্য পানি উপচে পড়ছে, সুতরাং ড্রেনের পানি তো খালে গিয়ে পড়বে আর খালের পানি নদী গিয়ে পড়তে হবে।

ঢাকা শহরে খাল দুষণ ও দখল উদ্ধার করা একদিনে সম্ভব না। তবে এতটুকু বলতে পারি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না।

তবে ড্রেনেজ ব্যবস্থা না পাল্টালে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

তিনি বলেন, পরিকল্পিতভাবে সমন্বিত উদ্যোগ এবং বৃষ্টিপাত থেকে শুরু করে নদী পর্যন্ত পানির প্রবাহের ধারা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এ জলাবদ্ধতা থেকে মুক্তি পাব না।

ওয়াসার কাছ থেকে আরও ২৬টি খাল দুই সিটির আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন