শ্যামলিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণি, আটক ১

প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

রাজধানীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণি। গতকাল বুধবার রাজধানীর শ্যামলীর একটি ক্লিনিকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলো ওই তরুণি। এরপর সেখানে গণধর্ষণের শিকার হন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে মহিউদ্দিন রনি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এ বিষয়ে নিজের ফেইসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে রনি লিখেন, তার পরিচিতি ওই তরুণী চাকরির ইন্টারভিউ দিতে বিকেল ৪টায় শ্যামলি হাউজিং এর একটি ক্লিনিকে যায়। পরে ক্লিনিকের লোকজন কোমল পানীয় কোকের সাথে সঙ্গে অচেতন করার ওষুধ খাইয়ে দেয়। এরপর অচেতন অবস্থায় তাকে একাধিক ব্যক্তি ধর্ষণ করে।

এ বিষয়ে তারা বুধবার রাত ১টার দিকে শেরেবাংলা নগর থানায় মামলা করতে যান। জানতে চাইলে রাত সোয়া ১টার দিকে শেরেবাংলা নগর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, একজন তরুণীসহ কয়েকজন থানায় এসেছেন। তাদের বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাত চারটার দিকে মহিউদ্দিন রনি জানান, মামলার তিন আসামীর একজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএস

মন্তব্য করুন