

পাবলিক ভয়েস: নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হলেন আ হ ম মুস্তফা কামাল। তিনি পূর্বে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর অর্থমন্ত্রী থেকে বাদ পড়লেন আবুল মাল আব্দুল মুহিত।
নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।
মন্ত্রী হিসেবে আজ যাদের নাম কনফার্ম হলো-
ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ড. আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী। আ হ ম মোস্তফা কামাল, অর্থমন্ত্রী। ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী। মোহাম্মদ শাহাবুদ্দীন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী। আনিসুল হক, আইন বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রী। আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী। বীর বাহাদুর উশৈ সিং, পার্বত্য মন্ত্রী। এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমিমন্ত্রী। টিপু মুন্সী, বাণিজ্য মন্ত্রী। আ ক ম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ইমরান আহমেদ চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী। ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী। গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রী। আবদুর রাজ্জাক, কৃষিমন্ত্রী। জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমিমন্ত্রী।
এছাড়াও প্রতিমন্ত্রী/ উপমন্ত্রী হলেন যারা
মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ চৌধুরী নৌ প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নসরুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী। জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ডা. এনামুর রহমান, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। শ ম রেজাউল করিম, আইন প্রতিমন্ত্রী। এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী।