
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ৩০ ডিসেম্বর। জানুয়ারি ৩ তারিখে শপথ নিয়েছে মনোনীত এমপি সদস্যরা। তখন থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কারা হচ্ছেন একাদশ জাতীয় সংসদের মন্ত্রী।
রাষ্ট্রপতি আমন্ত্রণে সরকার গঠনের পর ০৬ জানুয়ারি ঘোষিত হল মন্ত্রীসভা।
মন্ত্রী হিসেবে থাকছেন যারা
ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ড. আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী। আ হ ম মোস্তফা কামাল, অর্থমন্ত্রী। ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী। মোহাম্মদ শাহাবুদ্দীন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী। আনিসুল হক, আইন বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রী। আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী। বীর বাহাদুর উশৈ সিং, পার্বত্য মন্ত্রী। এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমিমন্ত্রী। টিপু মুন্সী, বাণিজ্য মন্ত্রী। আ ক ম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ইমরান আহমেদ চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী। ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী। গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রী। আবদুর রাজ্জাক, কৃষিমন্ত্রী। জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমিমন্ত্রী।
প্রতিমন্ত্রী/ উপমন্ত্রী হলেন যারা
মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ চৌধুরী নৌ প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নসরুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী। জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ডা. এনামুর রহমান, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। শ ম রেজাউল করিম, আইন প্রতিমন্ত্রী। এনামুল হক শামীম, পানিসম্পদ উপমন্ত্রী।
এখনও যাদের দায়িত্ব ঘোষণা হয়নি তবে ফোন পেয়েছেন
খালিদ মাহমুদ চৌধুরী,
সাধন চন্দ্র মজুমদার,
আশরাফ আলী খসরু,
মোস্তফা জব্বার, (টেকনোক্র্যাট মন্ত্রী)
তাজুল ইসলাম,
বিস্তারিত আসছে…