
পাবলিক ভয়েস: নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, জানা আজ রোববার (৬ জানুয়ারি) বিকেল ৫টায়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভায় পুরনোদের বেশিরভাগই বাদ পড়ছেন। প্রথমে ছোট আকারে গঠন করা হলেও পরবর্তীতে আকার বাড়ানো হবে মন্ত্রিসভার।
এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড়ের মধ্যে নতুন সদস্যদের জন্য ৩২টি গাড়ি প্রস্তুত করে রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পরিবহন কমিশনার সৈয়দ আবদুল মমিন জানান, মন্ত্রিসভার নির্দেশনায় তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন।
একেবারে নতুন যারা আসছেন তাদের জন্য নতুন করে গাড়ি বরাদ্দ দেওয়া হচ্ছে। আর পুরনোদের মধ্য থেকে যারা আসবেন তারা আগের গাড়িই ব্যবহার করবেন।
সকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আসার পথ থেকে আবারও তাকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

