
বিনা অপরাধে ৩ বছর কারাভোগ করা জাহালমের ঘটনার দায় স্বীকার করে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সোনালী ব্যাংক। রিপোর্টে এই ঘটনায় জড়িত ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আগামি বুধবার বিচারপতি এফ আর এম নাজমূল আহসান ও কে এম কামরুল কাদেরের বেঞ্চে এই রিপোর্টের উপর পূর্নাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে জাহালমের কারাভোগের ঘটনায় কি ব্যবস্থা নেয়া হয়েছে তা তদন্ত করে রিপোর্ট জমাদানের নির্দেশ দেন আদালত। পুরো রিপোর্ট পর্যালোচনা করে ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতে জড়িতদের বিষয়ে হাইকোর্ট পরবর্তী নির্দেশনা দেবেন জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনেন আইনজীবী খুরশিদ আলম খান।
সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। দুদকের অনুসন্ধানী তলবে সাড়া দিলে জাহালমকে সালেক হিসেবে শনাক্ত করে ব্যাংক কর্মকর্তারা। পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোড়াশাল থেকে জাহালমকে গ্রেফতার করে দুদক। এরপর বিনা অপরাধে র্দীগদিন কারাভোগ করেন জাহালম।
পরে জাহালমের ভাইয়ের আবেদনে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে বেরিয়ে আসে এই ঘটনার রহস্য।৩০ জানুয়ারি একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে তা হাইকোর্টের নজরে আনেন একজন আইনজীবী। পরে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ জাহালমকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মুক্তির আদেশ দেন।
/এসএস

