অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ন্যাপ সভাপতি মোজাফফর আহমদ।

প্রবীণ রাজনীতিবিদ ন্যাশনাল আ.পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৩ আগস্ট) রাতে শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করেন।

শেখ হাসিনা বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিবৃতির কথা জানানো হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন