রোহিঙ্গাদের থাকার প্ররোচণা দিলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচণা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের থাকার জন্য অনেকেই প্ররোচণা চালাচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আমরা আশাবাদী। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে’।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন