সারাদেশে ডেঙ্গুতে ১৬১ জন্যের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন খাদিজা আকতার (২৭)। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদমাধ্যমগুলোতে পাওয়া তথ্য অনুযায়ী খাদিজাকে নিয়ে সারাদেশে ডেঙ্গুতে মোট ১৬১ জন্যের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম নাছির উদ্দীন আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খাদিজার স্বজন আবুল হোসেন জানান, ঢাকার গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় স্বামী মনির হোসেনের সঙ্গে থাকতেন তিনি। ঈদের দিন খাদিজা জ্বরে আক্রান্ত হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে ১৬ আগস্ট তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়।

স্বজনরা খাদিজার লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন