
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই তিন জন মারা গেছেন বলে জানা গেছে। তারা হলেন মনোয়ারা বেগম, আমজাদ মণ্ডল ও হাবিবুর রহমান। এ নিয়ে শুধুমাত্র ঢামেক হাসপাতালেই ডেঙ্গু রোগে মারা গেল ১৭ জন।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁদপুর হাজিগঞ্জের আহমেদপুরের আব্দুল হাই’র স্ত্রী মনোয়ারা বেগম।
এদিন সকাল পৌনে ৬টার দিকে ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিকগঞ্জের শিবালয়ের কেটুয়াধারার আমজাদ মণ্ডল।
এ ছাড়া দুপুর ২ টা ২০ মিনিটে মারা যান হাবিবুর রহমান। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালাম মাতব্বরের ছেলে।
জিআরএস/পাবলিক ভয়েস

