
ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৫৩ জন এবং সারাদেশে ৮১৭ জন। চলতি বছরে এক দিনে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রোববার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ২৪ হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১৯ হাজার ৮১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সারাদেশে ৫ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। এ বছর এখন পর্যন্ত সারাদেশে ২৪ হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১৯ হাজার ৮১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সারাদেশে ৫ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব এ পর্যন্ত মাত্র ১৮ জনের মৃত্যু হয়েছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার, মিটফোর্ড হাসপাতালে শেফালী বেগম এবং ঢাকা শিশু হাসপাতালে আলভী নামে এক শিশু, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইডেন কলেজের ছাত্রী শান্তা নামে একজন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্জিনা বেগম ও রূপসা উপজেলায় মঞ্জুর শেখের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালের মধ্যে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি রোগী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল রোববার বিকাল ৫টা পর্যন্ত ঢামেক হাসপাতালে দুই হাজার ৯২৮ জনের মধ্যে ৬৯৭ রোগী ভর্তি ছিলেন। মিডফোর্ডে ৪২৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪৮ জন, সোহরাওয়ার্দীতে ৩৬৯ জন, হলি ফ্যামিলিতে ৭৪ জন, বারডেমে ৬৩ জন, বিএসএমএমইউতে ১৬৩ জন, পুলিশ হাসপাতালে ১৪৫ জন, মুগদা হাসপাতালে ৩৮০ জন, বিজিবি হাসপাতালে ২৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৮৩ জন, কুর্মিটোলায় ৩১৯ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া ৩৬ বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৭২ জন চিকিৎসাধীন আছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হযে রাজধানীর বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪১৬ জন, খুলনা বিভাগে ৪২১ জন, রাজশাহী বিভাগে ৩৪২ জন, রংপুর বিভাগে ২১৫ জন, বরিশাল বিভাগে ২২৯ জন এবং সিলেট বিভাগে ৯৯ জন জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জিআরএস/পাবলিক ভয়েস

