লম্বা জামা-পায়জামা পরে ডেঙ্গু থেকে বাঁচার পরামর্শ মেয়র খোকনের

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গ। ডেঙ্গু প্রতিরোধে অনেক রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আলেম সমাজও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। অনেকে উদ্যোগ নিচ্ছেন আবার কেউ কেউ পরামর্শ দিচ্ছেন কীভাবে রক্ষা পাওয়া যায় ডেঙ্গু থেকে। এবার ডেঙ্গু থেকে বাঁচতে মসজিদের ইমামসহ দেশবাসীকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। এ কাজে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা নিজ এলাকায় প্রতিটি মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পাঠ করবেন। যেন এ শহর দ্রুত ডেঙ্গু মুক্ত হয়। কারণ আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। আমরা ধৈর্য ধরবো ও নামাজের সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবো। নিশ্চয় তিনি আমাদের মাফ করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, দক্ষিণ এশিয়ায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করতে পারে। এ থেকে বাঁচতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করতে বলেছে এসব রাষ্ট্রগুলোকে।এরই মধ্যে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ বলেছে, দেশটিতে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৮৯১ জন। তবে এমন বুদ্ধি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। তারা এডিশ মশার প্রজনন স্থান ধংসের ব্যবস্থা করার কথা বলেছে। আজ রবিবার (৪ আগস্ট) নগর ভবনে ডিএসসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। আসন্ন ঈদুল আজহায় মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময় সভা ও অ্যারোসল স্প্রে বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাঈদ খোকন আরও বলেন,এটা প্রতিরোধে প্রয়োজন জনগণের সচেতনতা। সিটি করপোরেশন একা চেষ্টা করলে কিছুই হবে না। যদি আপনারা নিজ বাসা পরিস্কার না করেন। অতএব আমাদের সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে এই দুর্যোগ মোকাবেলায়। তাহলেই আমরা দেখতে পাবো নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন