

দেশে শুরু হয়েছে ডেঙ্গু মহামারী। সরকার বলছে, গত জানুয়ারি থেকে সারাদেশে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছেন এবং ৪ হাজার ৪০৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
সরকারি তথ্যমতে সারাদেশে ডেঙ্গু জ্বরে মাত্র আট জনের মৃত্যু হয়েছে। কিন্তুবেসরকারি হিসেব মতে এ সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত্র হয়ে যখন হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে ঠিক তখনই আলেম সমাজ এগিয়ে এলেন। উদ্যোগ নিলেন যুকান্তকারী। রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু মশা মারতে গতকাল বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশটিরও বেশি ডেঙ্গু মশা নিধন মেশিন বিতরণ করেছেন তারা।
আমেরিকান প্রবাসী আলেম মাওলানা মীর হুসানের প্রতিষ্ঠিত ‘বাসমাহ ফাউন্ডেশনে’র উদ্যোগ প্রাথমিকভাবে পঞ্চাশটি স্প্রে মেশিন ও কীটনাশক নিয়ে ‘এডিস মুক্ত বাংলাদেশ কার্যক্রম’ শুরু করে হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক গাজী ইয়াকুব সাহেবের নেতৃত্বে ঢাকার বিভিন্ন মাদরাসার তালিবে ইলমরা স্প্রে মেশিন নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করছে। চলমান থাকবে এই কার্যক্রম।
গাজী ইয়াকুব এ বিষয়ে গণমাধ্যমকে জানান,আমরা আলেমদের বড় একটি প্রতিনিধি দল নিয়ে মানব সেবামূলক সংগঠন বাসমাহ ফাউন্ডেশনের ব্যানারে মাওলানা মীর সাখাওয়াত হোসাইনের নেতৃত্বে রোহিঙ্গা সংকটে এগিয়ে গিয়েছি। সেই আত্মমানবতার সেবায় আজ আমরা ঢাকায় ডেঙ্গু নিধনে কার্যকর ব্যবস্থা নিতে মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, আমরা আজ মিরপুর থানা, আহমদ নগর, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন ওষুধ ছিটিয়ে এ কাজের সূচনা করি। প্রতিদিন আমাদের এ কার্যক্রম চলতে থাকবে। আমরা ঢাকার অন্যান্য এলাকাগুলোতেও ডেঙ্গু নিধন মেশিন বিতরণ করবো।দেশের এ করুণ অবস্থায় আলেমগণ এগিয়ে আসছে। সবসময়েই বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা সঙ্গে আছি, থাকবো।
আলেমদের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। স্যোশাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়েছে। গাজী ইয়াকুবসহ মাদরাসার তালেবুল ইলমের পাশের থাকার এবং তাদের সহযোগিতার আহ্বান জানাচ্ছেন অনেকে। আবার অনেকে বলছেন শুধু মাদরাসার ছাত্র-শিক্ষক নয় সর্বসাধারণের এমন এগিয়ে আসা উচিৎ ডেঙ্গু প্রতিরোধ। সবাই এক হয়ে কাজ করলেই ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব বলে মনে করছেন তারা।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস