দ্বিতীয় দিনে কমলাপুরে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

কোরবানির ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়িফেরা যাত্রীরা ট্রেনের টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে রীতিমতো যুদ্ধে নেমেছেন।

টিকিট পেতে গতকাল রাত থে‌কে হাজার হাজার মানুষ দীর্ঘলাইনে টিকিট কাউন্টারের সামনে ভিড় করছেন। তাদের দীর্ঘ লাইন কাউন্টারের সামনে থেকে শুরু হয়ে সড়ক পর্যন্ত চলে গেছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে ৮ আগস্টের টিকিট দেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিকে টিকেটপ্রত্যাশীরা রাত থে‌কেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। টিকিট কাটতে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন কাউন্টার থে‌কে ধীর গ‌তিতে টি‌কিট দিচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

ঈদুল ফিতরের মতো এবারো রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। আর মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ছয়টা থেকে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন