
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের পরিস্থিতি এসব বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সাথে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরসহ দলের তিন নেতা।
শুক্রবার সাকাল ১০ টায় রাস্ট্রদূতের গুলশানের বাসভবনে এ বৈঠকে মির্জা ফখরুলের সাথে ছিলেন স্থায়ি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহি কমিটির সদস্য তাবিথ আওয়াল। নির্বাচন পরবর্তি দেড় ঘন্টাব্যাপি এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে ভোটে নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়।
এছাড়া, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বৈঠকে অংশ নেয়া নেতারা।