এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে : ইসি মাহবুব তালুকদার

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

ডেস্ক রিপোর্ট: নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন অনিয়ম ও প্রধান নির্বাচন কমিশনারের আচরণ নিয়ে সরব থাকা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের পর হঠাত করে তার সুর পাল্টে ফেলেছেন। পুরো উল্টো সুরে কথা বলছেন তিনি।

আরও পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথা: মাহবুব তালুকদার

নির্বাচন পরবর্তি নির্বাচন কমিশন ভবনে ‘পিঠা উৎসবে তিনি বলেন, ‘এই প্রথম একটা অংশীদারি ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। আমি মনে করি, এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহ্য সৃষ্টি করবে।’

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর বৃহস্পতিবার নির্বাচন ভবনে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

মাহবুব তালুকদার বলেন, ‘আমাদের নির্বাচনের কোনো ধারাবাহিকতা নেই কিংবা ছিল না। আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কখনো সেনা-সমর্থিত সরকারের অধীনে নির্বাচন করেছি। কখনো নির্বাচন করেছি দলীয় সরকারের অধীনে। কিন্তু তা অংশীদারিমূলক হয়নি। এই প্রথম একটা অংশীদারি ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। আমি মনে করি, এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহ্য সৃষ্টি করবে।’

তিনি এই অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনের সবাইকে ধন্যবাদ দিয়েছেন।

আরও পড়ুন: 

মিথ্যা বলিনি, সিইসি আমার অস্তিত্বে আঘাত করেছেন: ইসি মাহবুব তালুকদার

নির্বাচনকে সামনে রেখে ইসি মাহবুব তালুকদারের ৪ বার্তা

মন্তব্য করুন