
সারাদেশে গত ৬ মাসে ৮২৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ২২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে তারা এ প্রতিবেদন তৈরি করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন (ক্র্যাক)।
গতকাল বৃহসস্পতিবার আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চাইল্ড রাইটস এডভোকেসি কোয়ালিশন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোয়ালিশনের মধ্যে থাকা আইন ও সালিশ কেন্দ্র বলেছে, গত পাঁচ বছরে ধর্ষণের ভিকটিমদের মধ্যে ৯০ শতাংশই শিশু ও কিশোর বয়সী।
ক্র্যাক দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে আসক’র নির্বাহী পরিচালক শিপা হাফিজা ও দশটি বেসরকারি সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। তারা শিশু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান।
জিআরএস/পাবলিক ভয়েস

