
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার পাবলি সার্ভিস কমিশনের (পিএসসি) ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন।
তিনি জানান, পরীক্ষার্থীরা এই পরীক্ষার ফল পিএসসি- এর অফিশিয়াল ওয়েবসাইট হতে জানতে পারবেন।
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করছেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষার ফল প্রিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং মোবাইল ফোনে ফলাফল জানতে PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২তে পাঠাতে হবে। ফিরতি মেসেজ ফল পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে আজ দুপুরে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আজই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকাল ৫টায় পিএসসির ওয়েব সাইটে ফল প্রকাশ করা হয়।
৪০তম বিসিএসে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার। এছাড়া কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন।
পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দেন।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।
জিআরএস/পাবলিক ভয়েস

