
রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে ঢাকার সিএমএম কোর্টে দায়ের করা দুটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দায়ের করা মামলাটি শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবি আবু বকর সিদ্দিক জানান, আইনগত বাধা থাকায় মামলটি খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন আদালত।
অন্যদিকে বিচারপতি আবু সোফিয়ান নোমানের আদালতে ঢাকা কার্যকারী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের দায়ের করা মামলাটিও শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন দায়ের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একই সময়ে বিচারপতি আবু সোফিয়ান নোমানের আদালতে একই বিষয়ে মামলার আবেদন করেন ঢাকা কার্যকারী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। শুনানি শেষে দুটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত।
/এসএস

