
প্রিয়া সাহার বিরুদ্ধে এখনই কোনো মামলা কার হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘প্রিয়ার বিরুদ্ধে এখনই মামলা করা হবে না। প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়ও দেশে ফেরার বিষয়ে প্রিয়া সাহার কোনো বাধা থাকবে না বলেও তিনি জানিছেন। ।
তবে প্রিয়া সাহা কেন এমন বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা চাওয়া হবে উল্লেখ্য তারও একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
এদিকে আইনমন্ত্রী ব্যারিস্টরার আনিসুল হক বলেছেন, ‘ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই প্রিয়া সাহা এমন কাজ করেছে উল্লেখ্য করে এতো ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে মনে করি না’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আনিসুল হক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে যে তথ্যগুলো প্রিয়া সাহা দিয়েছেন তা সর্বৈব মিথ্যা, বিএনপি-জামায়াতের সময় ছাড়া বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। এটা তার ব্যক্তিগত ঈর্ষা চরিতার্থের জন্য করেছে। এতো ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে, তা মনে করি না।
রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি একথা বলেন।
উল্লেখ্য, সরকারে পক্ষ থেকে এখনই মামলা হচ্ছে না জানানো হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ দুই আইনজীবি ব্যক্তিগতভাবে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন জানিয়েছেন। এছাড়া রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে প্রিয়া সাহাসহ ৪জনের নামে নাটোর আদালেত মামলা দায়ের করেছেন একজন। নাটোর সদর থানার ওসিকে তদন্ত করে আগামী ৬আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
/এসএস

