এতো ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে বলে মনে করি না: আইনমন্ত্রী

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

‘ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই প্রিয়া সাহা এমন কাজ করেছে উল্লেখ্য করে এতো ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে মনে করি না’  বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে যে তথ্যগুলো প্রিয়া সাহা দিয়েছেন তা সর্বৈব মিথ্যা, বিএনপি-জামায়াতের সময় ছাড়া বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। এটা তার ব্যক্তিগত ঈর্ষা চরিতার্থের জন্য করেছে। এতো ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে, তা মনে করি না।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি একথা বলেন।

এদিকে গতকাল শনিবার প্রিয়া সাহা বক্তব্য রাষ্ট্রদ্রোহী জানিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে তিনি ‘প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্য ও বানোয়াট। এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উস্কানিমূলক বক্তব্যে উগ্রবাদীদের উৎসাহিত করে। এ ছাড়া তার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহী। দেশদ্রোহী হিসেবে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’। স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়ে ব্যবস্থা জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন।

এদিকে আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রিয়ার বিরুদ্ধে এখনই মামলা করা হবে না। প্রিয়া সাহার বিরুদ্ধে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয়া সাহা কেন এমন বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা চাওয়া হবে এবং তারও একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত বলে জানান তিনি ।

/এসএস

মন্তব্য করুন