রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

রাজধানী ঢাকা, সিলেট-সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার পর এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এর উৎপত্তিস্থল ভারতের আসাম প্রদেশের জোরহাট থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বলে জানা গেছে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫৩ মিনিটে গুয়াহাটি ও আসামের উত্তর-পূর্বের এলাকাগুলোতে ভূমিকম্পটি আঘাত হানে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ২০১৬ সালের ২৪ অগাস্ট মিয়ানমারে ৬ দশমিক ৮ মাত্রার এবং ১৩ এপ্রিল ৬ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্পে পুরো বাংলাদেশ কেঁপে ওঠে। কয়েকটি ভবন হেলে পড়ে, হুড়োহুড়িতে আহত হয় বহু মানুষ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন