
পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন আজ। সকাল এগারোটায় জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ২৯৮ জনকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের আয়োজন করতে বুধবার সংসদ সচিবালয়কে আনুষ্ঠানিক চিঠি পাঠায় নির্বাচন কমিশন।
সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ পড়াবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তার আগে আইন সভার সদস্য হিসেবে নিজে নিজে শপথ নিবেন তিনি। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরাই প্রথমে শপথ গ্রহণ করবেন। এরপর ক্রমানুসারে শপথ নিবেন অন্যরা।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আজ শপথ নিলেও দায়িত্বভার পাবেন নতুন সংসদের প্রথম বৈঠক থেকে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, নতুন মন্ত্রীসভা গঠন না হওয়া পর্যন্ত বহাল থাকবে আগের মন্ত্রীসভা।