
মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। জানা গেছে ‘আধিপত্য বিস্তার’ নিয়ে মূলত এই ঘংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১৬ জুলাই) মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও ঢালীকান্দিসহ চারটি গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় স্বপন মেম্বার ও মেজবাউদ্দিন মিজু মেম্বারের পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন ঢালীর মধ্যে বিরোধের জেরে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল।
আহতদের মধ্যে রয়েছেন নুর উদ্দীন সরকার (৫০), সোলেমান গাজী (৪০), আকরাম খান (৩২), আবু সাঈদ (৫৬), রহমত উল্লাহ (১৭), আবুল কালাম (৩৫), মো. সুজন (৩৫), তাসলিমা (৫০), শাহনাজ (৩০) ও কলেজ ছাত্র মো. সাকিল (১৯)।আহতদের মধ্যে গুলিবিদ্ধ আবু সাঈদ (৫৬), নূর উদ্দিন সরকার (৫০), সোলেমান গাজী (৪০) ও আকরাম খানকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
এ সংঘর্ষেস্থানীয়দের বরাত দিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশাদুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার ভোরে স্বপন দেওয়ানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক নোয়াদ্দা ও ঢালীকান্দি এলাকাসহ ৪টি গ্রামে হামলা চালায়। হামলাকারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এ সময় গুলির ঘটনাও ঘটে।
আইএ/পাবলিক ভয়েস

