
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনার শিরোমনি এলাকায় খুলনা-যশোর মহাসড়কে ট্রাকচাপায় বিলিয়ান হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বিলিয়ান হোসেন মাদারীপুর জেলার দক্ষিণ রমজানপুরের বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানের বিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিলিয়ান প্রাতঃভ্রমণে গেলে খুলনা-যশোর মহাসড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালক জহির খানকে আটক করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ট্রাকচালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।
আইএ/পাবলিক ভয়েস

