আরও ৭ দিনের রিমান্ডে রিফাত ফরাজী

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৯

রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি রিফাত ফরাজী। পুলিশ তাকে আরও  ৭ দিনের রিমান্ডে নিয়েছে। মামলার  তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রিফাত ফরাজী ও কামরুল হাসান সায়মুনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়েছিল বলে জানিয়েছেন।

হুমায়ুন কবির আরও জানান, দুই দফায় ১৪ দিনের রিমান্ড শেষ হওয়ায় রিফাত ফরাজীকে আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য বিচারকের কাছে আবেদন করা হয়। বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ পর্যন্ত রিফাত হত্যা মামলার ১০ জন আসামি হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেফতার হওয়া বাকী ৩ জন আসামি রিমান্ডে রয়েছে। মামলার এজাহারভূক্ত ৫ জনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন