
কুমিল্লার লালমাইয়ে ভিক্ষুক বেশে অজ্ঞাত এক নারী মাদরাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। ওই ছাত্রীর নাম তাসলিমা আক্তার (১৫)। জানা গেছে, ওই মাদরাসা ছাত্রীকে অচেতন করে কালো কাঁচের মাইক্রোবাসে তুলে নেয় অজ্ঞাত নারী। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার লালমাই উপজেলার পেরুল গ্রামে শনিবার সকাল ৬টার দিকে ওই ছাত্রী মক্তবে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাসলিমা ওই উপজেলার কাঁকসার গ্রামের মো. কালাম মিয়ার মেয়ে এবং উপজেলার ফয়েজগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।
জানা যায়, তাদের বাড়িটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও রেল ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে অবস্থিত। তাসলিমা প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় তাসলিমাকে অবচেতন করে তাকে মাইক্রোতে তুলে নেয়। মাইক্রোটি জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পৌঁছালে তাসলিমার জ্ঞান ফিরেলে সে দেখতে পায় তার পাশে অরও দুই শিশু কান্নাকাটি করছে। কিছুক্ষণ পর ওই মহিলা গাড়ি থেকে নেমে কারও সঙ্গে মোবাইলে কথা বলছিল। এসময় তাসলিমা কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এতে স্থানীয় লোকজন দেখে তার সাথে কথা বলে বাড়িতে খবর দেয়।
লালমাই থানার ওসি বদিউল আলম বলেন, অপহরণ চেষ্টার ঘটনা ওই ছাত্রীর মামা ও পরিবারের লোকজনের নিকট থেকে জেনেছি। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো স্বাক্ষী নেই, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আইএ/পাবলিক ভয়েস

