৮ দিনেও খোঁজ মেলেনি ৪ জেলের

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

গত ৬ জুলাই শুক্রবার মধ্যরাতে হটাৎ ঝরের কবলে পড়ে রাংগাবালীর উপজেলার মোট তিনটি ট্রলার ডুবে যায়। এতে ৪ জেলে নিখোঁজ হয়। আজ আট দিন পরও তাদের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজরা হলেন­- রাতুল মিয়ার ট্রলারের জেলে হাসান ও মিজান এবং নিজাম ফকিরের ট্রলারের জেলে মনির ও সাইদুল। আবহাওয়া খারাপ থাকার কারণে নিখোঁজ জেলেদের খুঁজতে খানিকটা বিলম্বিত হতে হচ্ছে।

এদিকে একমাত্র ছেলে হাসান(১৮) হারিয়ে পাগল প্রায় কোড়ালিয়ার বিউটি।বিউটির শামী নাথাকার কারনে একমাত্র ছেলের উপার্জনে কোন রকমে কাটতো তার সংসার। সেই আসাটুকো কেরে নিলো বঙ্গোপসাগর একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়েগেছে। একই ট্রলারের জেলে মিজান(২২)কাউখালী তার বাড়ি পরিবারে একমাত্র সন্তান এবং তার একটা বাচ্ছা আছে। অবুঝ শিশুটির ভবিষ্যৎ কি হবে কেউ বলতে পারে না।

কোস্টগার্ড রাঙ্গাবালী আউট পোস্টের কন্টিনজেন্ট কমান্ডার রবিউল ইসলাম বলেন,বৈরী আবহাওয়ার কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উত্তাল বঙ্গোপসাগরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। এই কারনে নিখোঁজদে উদ্যারকরা সম্ভাব হচ্ছে না।তবে চেষ্টা অব্যাহত আছ বলে জানা গেছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন