
রদবদর বলা হলেও ঠিক রদবদল নয়। তবে সম্প্রসারণ বলা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীর সরকারের তৃতীয় মেয়াদের মন্ত্রীসভায় প্রথমবরের মতো সম্প্রসারণ হচ্ছে। তবে কলেবর বৃহত নয়। মন্ত্রীসভায় অন্তত দশজন সদস্য নতুন করে যুক্ত এবং রদবদল হচ্ছেন এমন সংবাদ ঘুরপাক খাচ্ছিলো কয়েকদিন ধরে। কিন্তু এসব গুঞ্জন নিষ্পত্তি করে মাত্র একজন সদস্যকে নতুন করে মন্ত্রীসভায় যোগ করা এবং একজনকে রদবদল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আওয়মাী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রতিমন্ত্রী হিসেবে তিনি কাল শপথ নিবেন। তবে কোন মন্ত্রণালায় তিনি পেয়েছেন তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে হবে তার কর্মস্থল। অন্যদিকে এ মন্ত্রণালয়েরই বর্তমান প্রতিমন্ত্রী ইমরান আহমদ হচ্ছেন পূর্ণমন্ত্রী। তিনিও আগামীকাল শনিবার বঙ্গভবনে তারা শপথ নিবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
জানা যায়, গত কয়েকদিন ধরেই মন্ত্রীসভা সম্প্রসারণ ও রদবদলের গুঞ্জন শোনা যায়। বিশেষ করে প্রধানমন্ত্রীর চিন সফর শেষে দেশে ফেরার পর আলোচনা চাউর হয়। অনেক নেতা-নেত্রীরা বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ফোন করে সম্ভাব্য তালিকায় নিজের নাম আছে কিনা জানতে চান। এমন খবর বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। মন্ত্রী পরিষদ বিভাও প্রস্তুতি নিয়ে রেখেছিলো। মন্ত্রীপরিষদ সূত্রে জানা যায়, শপথবাক্যের জন্য অন্তত ১০টি ফোল্ডার প্রস্তুত করা হয়েছিলো। এ তালিকায় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রীর নামও ছিলো। কিন্তু শেষ পর্যন্ত এ সংখ্যাট ২-এ নেমে আসে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী বাদে ২৪জন পূর্ণমন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী ও ৩জন উপমন্ত্রী নিয়ে বর্তমান মন্ত্রীসভা শপথ গ্রহণ করে। এরপর গত মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দফতর বদল করে তাকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং জুনাইদ আহমদ পলককে আইসিটি বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগ এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
/এসএস

