রিফাত হত্যায় নুসরাতের মতই গুরুত্ব দিয়েছে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

বরগুনার রিফাত হত্যাকান্ডের অভিযোগ পত্র শিগগরই দেয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনীর নুসরাত হত্যার মতই বরগুনার হত্যাকে গুরুত্ব দিয়ে কাজ করছে নিরাপত্তাবাহিনী। এসময় মামলা জটের কারণে অনেক বিচার দ্রুত শেষ করা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের নব নির্বাচিত কমিটির সাথে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষী হলে ব্যবস্থা নেয়া হবে। মামলার চার্জশিটে কোন ফাঁকফোকর যেনো না থাকে সেজন্য পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও তিনি জানার। এছাড়াও আড়াই কোটি মানুষের হাতে এমআরপি পাসপোর্ট দেয়া হয়েছে উল্লেখ্য করে জুলাই মাসের যেকোন সময় প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/এসএস

মন্তব্য করুন