‘আইসিটি সুবিধা পৌঁছে দেওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে জনগণের জীবনে’

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

সংসদ সদস্যদেরকে নিজ নিজ অবস্থান থেকে সম্পৃক্ত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিটির জ্ঞান ও ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলে আইসিটি সুবিধা পৌঁছে দেওয়ার ফলে জনগণের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

শিরীন শারমিন চৌধুরী বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত `ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্পিকার বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ডিজিটাইজসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে।

দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশ নেমে এসেছে, ৫ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা, বিদ্যুৎ সুবিধা ২৭ শতাংশ থেকে বেড়ে ৯০ শতাংশে বৃদ্ধি, ইন্টারনেট সুবিধা ০.৪ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশে উন্নীত হয়েছে। শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়ে এক নবদিগন্তের উন্মোচন করেছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন