চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে না জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫-এ উন্নীত করার বিষয়ে সরকারের চিন্তুভাবন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরির বয়সসীমা বাড়নো হবে কিনা- এক সাংবাদিকের এমন  প্রশ্নে উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিএস পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন। বিসিএস এ তরুণদের উর্ত্তীণের হার বেশি উল্লেখ্য করে প্রধানমন্ত্রী জানান, ২৯ বছরের বেশি বয়সীদের পাশের হার শূন্য দশমিকের কোটায়। এ অবস্থায় বয়সসীমা বৃদ্ধি করা উচিত কিনা তিনা পাল্টা প্রশ্ন তোলেন।

প্রধানমন্ত্রী বলেন, কাজ করতে একটা এনার্জি লাগে। এই বয়সে বিয়ে করবে, বাচ্চা-কাচ্চা হবে। সংসার সামলাতে হবে, কাজ করতে হবে তারপর পরীক্ষা দিতে। এভাবে হয় না। বয়স হলে কাজের উদ্যম কমে স্বাভাবিকভাবেই। সুতরা, চাকরির বয়সসীমা বাড়ানোর যে আন্দোলন যদি কেউ করে করুক। আন্দোলন করা ভালো তো, অন্তত রাজনীতিটা শিখবে। তবে কারো প্ররোচণা নিলে ভালো হবে না।

প্রসঙ্গ, পাঁচ দিনের দ্বিপক্ষীয় চিন সফর শেষে গতকাল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে আজ সোমবার গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসএস

মন্তব্য করুন