
জাতীয় ওয়ায়েজীন পরিষদের উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সীরাত সম্মেলন। বাইতুল মোকাররমে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে উপস্থিত হতে যাচ্ছেন দেশের সব ঘরানার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেমেদীন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লাম শাহ আহমদ শফী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মুফতী মুজিবুর রহমান চাটগামী।
ওয়ায়েজীন পরিষদের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ জানান, ‘ইতোমধ্যে আমাদের দাওয়াতী কার্যক্রম প্রায় শেষের দিকে। এ সম্মেলন হবে দেশের সব শীর্ষ ওলামায়ে কেরামের মিলনমেলা। আমরা ওয়ায়েজীন পরিষদের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি দল সরাসরি শীর্ষ ওলামায়ে কেরামের নিকট গিয়ে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেছি। ইতোমধ্যে প্রায় সকল ওলামায়ে কেরামের নিকট আমরা দাওয়াত পৌঁছিয়েছি এবং তাঁরা স্বানন্দে দাওয়াত গ্রহণও করেছেন’।
জানা যায়, গত ৩০ জুন (রোববার) ওয়ায়েজীন পরিষদের সভাপতি মুফতী মুজিবুর রহমান চাটগামীর নেতৃত্বে প্রায় দেড় শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল হাটহাজারী সফর করেন। এসময় তারা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লাম শাহ আহমদ শফী ও উপ-পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে সম্মেলনের দাওয়াত দেন। এসময় তাঁরা দাওয়াত গ্রহণ করে সফলতার দোয়া করেন এবং ওয়ায়েজীন পরিষেদের নেতৃবৃন্দকে বিশেষ নির্দেশনা দেন।
এছাড়াও গত ৪ জুলাই (বৃহস্পতিবার) ওয়ায়েজীন পরিষদের সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমীর নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল চরমোনাই সফর করে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে দাওয়াত প্রদান করেন। পীর সাহেব চরমোনাই এসময় দাওয়াত কবুল করে নেতৃবৃন্দকে বিশেষ নসীহত ও দিকনির্দেশনা পেশ করেন। এছাড়াও এদিন চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ডা. মোখতার হুসাইনকেও দাওয়াত প্রদান করা হয়। তারা প্রত্যেকেই দাওয়াত গ্রহণ করেন বলে জানান ওয়ায়েজীন পরিষদের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ ।
জাতীয় ওয়ায়েজীন পরিষদের এ সম্মেলনে এছাড়াও দেশের শীর্ষ আলেমদের মাঝে যারা দাওয়াত গ্রহণ করেছেন তারা হলেন, মুফতী মিযানুর রহমান সাঈদ, আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, আল্লামা আব্দুল হক আজাদ, মুফতী হিফযুর রহমান, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা নজীর আহমাদ টঙ্গী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা ড. শহিদুল্লাহ উজানভী, মুফতী মনিরুজ্জামান, মুফতী মুহিউদ্দিন কাশেম, মুফতী হামিদ জাহেরী, মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী মুস্তাকিম বিল্লাহ হামিদী প্রমুখ। এছাড়াও উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরার মাওলানা ড. আব্দুল্লাহ আল নোমান।
সম্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করবেন শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী, জাগ্রত কবি মুহিব খান, ক্বারী সাঈদুল ইসলাম আসাদ, ক্বারী তাওহীদ বিন আলী লাহোরী।
জাতীয় ওয়ায়েজীন পরিষদ এর দাওয়াতী প্রতিনিধি দলে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী, মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, মহাসচিব- মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মুফতী সোহেল আহমাদ, মুফতী লুৎফুর রহমান মারুফ, মাওলানা নুরুল আমিন আল ফরিদী, মুফতী হামিদুর রহমান সাঈফী, মুফতী সালমান সাকি, মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা গাজী সিদ্দিকুর রহমান, মুফতী কেফায়েতুল্লাহ, মুফতী আঃ রহীম হেলালী, মুফতী শামসুল হক ওসমানী, মাওলানা আলাউদ্দিন যশোরী, মুফতী মুয়াবিয়া আল হাবীবি প্রমূখ।
/এসসএস

