চলতি বছরেই প্রায় ৪০০ শিশু ধর্ষণ!

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

দিন দিন ধর্ষণ. শিশু ধর্ষণ বেড়েই চলছে। ছ’মাসেই গতবছরের চেয়ে বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবার। অর্থাৎ গতবছরের তুলনায় এ বছরের বেড়েছে দ্বিগুন শিশু ধর্ষণের ঘটনা। বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ জানিয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসেই ৩৯৯ শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত ৪০৮টি সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। সংবাদ বিশ্লেষণ শেষে এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই ছয় মাসে বাংলাদেশে ৩৯৯টি শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। যা গতবছর ছিলো ৩৫৬।

প্রতিবেদনে আরো বলা হয়, ধর্ষণের পর একজন ছেলে শিশুসহ মোট ১৬জন শিশু মারা গেছে। এছাড়াও অন্তত ৪৯টি শিশু (৪৭ জন মেয়েশিশু ও ২ জন ছেলেশিশু) যৌন হয়রানির শিকার হয়েছে।

সংস্থাটি জানায়, ২০১৮ সালে ৩৫৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছিলো। এর মধ্যে মারা গিয়েছিলো ২২ জন এবং আহত হয়েছিলো ৩৩৪ জন। শিশু ধর্ষণের ঘটনা আংশকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এক বিবৃতিতে অভিভাবক, শিশু সংগঠন, মানবাধিকার সংস্থা ও তরুণদের সম্মিলিতভাবে এই অপরাধ ঠেকাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন