রাজধানীর তিন রুটে রিকশা চলাচল বন্ধ

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বড় তিনটি রুটে রিকশাসহ অন্যান্য অবৈধ ও অ-অনুমোদিত যানবাহন চলাচল বন্ধ। আজ রোববার (৭ জুলাই) থেকে বন্ধ হচ্ছে রিকশা চলাচল।

রাজধানীতে যানজট নিরসন করতে গাবতলী-আসাদগেট-মিরপুর রোড হয়ে আজিমপুর, সায়েন্সল্যাব থেকে শাহবাগ ও কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা-বাড্ডা-সায়েদাবাদ ও সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও লেগুনা চলাচল বন্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে ঢাকা ট্রাফিক সমন্বয় কমিটির সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন রিকশা বন্ধের কথা জানান।

সেসময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ওই সড়কগুলো কোনও রিকশা চলাচল করবে না। এই রিকশা চলাচল বন্ধের জন্য নাগরিকদের চলাচলে যেন সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, রিকশা বন্ধের ফলে যানবাহন পেতে যাত্রীরা যেন সমস্যায় না পরে সেজন্য পরিবহন মালিক সমিতি এবং বিআরটিসি পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করবে। এছাড়া পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কের দু’পাশে ফুটপাত দখলমুক্ত করতে ঢাকার দুই সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানান তিনি।

জানা যায়, গত ১৯ জুন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বৈঠকে ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন দূর/বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে’ একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় সাঈদ খোকনকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই বৈঠকের সভাপতিত্ব করে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন