
‘শিক্ষাবিহীন জীবন অন্ধাকার আকাশের সমান। শিক্ষা ছাড়া জীবন আলোকিত করা সম্ভব নয়। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ভিত শক্ত ও মজবুত করে গড়ে তুলতে হবে। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। তাই সদ্য ঘোষিত বাজেটে শিক্ষাখাতেই বেশি বরাদ্ধ রাখা হয়েছে’।
আজ শুক্রবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, অবৈধভাবে ধন সম্পদ অর্জনে কোনো গর্ব নেই। কেননা পরবর্তীতে আপনার সন্তানের দিকে আঙুল তুলে তার বন্ধুরা বলবে তার বাবা একজন ঘুষখোর ছিলো। এসময় শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষক ও একজন ঠিকাদার এক নয়। আপনি ক্লাসে ফাঁকি দিলে তা হবে গোটা জাতিকে ফাঁকি দেয়া। তিনি বলেন,
শ ম রেজাউল আরো বলেন, আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা বান্ধবীকে নিয়ে হোটেলে রেপ করা, নুসরাত হত্যা এবং নয়ন বন্ড হতে শেখায়। তিনি বলেন, আমরা চাই সীতানাথ বসাকের সেই আদর্শ লিপির শিক্ষায় শিক্ষিত হতে ‘সদা সত্য কথা বলব’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদীয়-১৯ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে পিরোজপুর সদর উপজেলা ও নেছারাবাদ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ১৭৪টি প্রোজেক্টর এবং ২২৯টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
/এসএস

