
বণার্ঢ্য আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে নগরীর প্রবর্তক মোড় থেকে ইসকনের উদ্যোগে বের করা হয় রথযাত্রা বণার্ঢ্য শোভাযাত্রা। এর আগে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।
এর আগে বেলুন উড়িয়ে রথযাত্রা উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বর্তমান সরকার কাউকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেওয়া মেনে নেবে না। জনগণ যার যার ধর্ম পালন করবে। কেউ যদি তার ধর্ম পালন করতে না চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার তার নেই। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য দেয়া থেকে বিরত থাকা উচিত। প্রত্যেকেরই নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। নিজ ধর্মের পাশাপাশি অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এটাই বাস্তবতা।
এতে আরো বক্তব্য রাখেন, শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ ও শ্রীপাদ তারক কৃষ্ণ নাম দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী। সভাপতিত্ব করেন তিনকড়ি চক্রবর্তী।
ঢোলক বাদ্য, মঙ্গল শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-সুভদ্রা-বলভদ্রকে রথারোহণ করানো হয়। মহাশোভাযাত্রা সহকারে শহরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাজারী লেন এসে রথযাত্রা শেষ হয়। শুক্রবার ৫ জুলাই থেকে ৭ দিনব্যাপী জেএম সেন হলে ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হবে। ১২ জুলাই উল্টো রথযাত্রা নন্দনকানন গৌর নিতাই আশ্রম থেকে শুরু করে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে।
/এসএস

