রিফাত হত্যায় জড়িতরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন আমাদের পুলিশ ও গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। বাকি যে কয়েকজন আছে তারা অচিরেই ধরা পড়বে নিশ্চিত থাকেন।

আজ শুক্রবার পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখন পর্যন্ত আমরা হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনকে শনাক্ত করেছি। তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।

তিনি আরো বলেন, ফেনীর মাদরাসার ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বলেছিলাম আমরা কাউকে ছাড় দেব না। সেখানে আমাদের দলের সঙ্গে সম্পৃক্তদেরকেও আমরা ছাড় দেইনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন