সমস্ত অপরাধীকে গ্রেফতার করা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

বরগুনায় সরকারি কলেজ রোডে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ও আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এটি অত্যন্ত বর্বরোচিত, আমি এর তীব্র নিন্দা জানাই। আমি নিজের কাছে প্রশ্ন করেছি, আশেপাশের মানুষগুলো কেন এগিয়ে এলো না?’

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ‘মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটি’র সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকাল বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজ রোড়ে সন্ত্রাসীরা স্ত্রী মিন্নির সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে।

মন্ত্রী বলেন, ‘তার স্ত্রী যেভাবে দুর্বৃত্তদের প্রতিহত করার চেষ্টা করেছে, তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। নিজের জীবনের কথা চিন্তা না করে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। একইসঙ্গে আমার নিজের কাছেই প্রশ্ন, আশেপাশের লোক কেন এগিয়ে এলো না। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর, ইতোমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে এবং সমস্ত অপরাধীকে গ্রেফতার করা হবে।’

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন