নাইকো দূর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

আদালতে উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আগামী ১৪ জুলাই শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছে আদালত।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ তারিখ নির্ধারণ করেন।

আজ রোববার শুনানির জন্য পূর্ব নির্ধারিত দিন থাকলেও বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে উপস্থিত না করায় শুনানি পেছানো হয়।

বিএনপি চেয়ারপারসন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারনে তাকে আদালতে উপস্থিত করা হয়নি।এজন্য বিচারক এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।

/এসএস

মন্তব্য করুন