ডিআইজি মিজান আইনের ফাঁক গলে পালাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

দুদকের অনুসন্ধানে দূর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের বিতর্কিত ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়েও পালাতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন জানা যাবে।

মন্ত্রী বলেন, আইনের ফাঁক গলে যাতে তিনি (ডিআইজি মিজান) বের হয়ে যেতে না পারেন সেজন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে বিপুল অঙ্কের অবৈধ সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে সম্প্রতি তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির। দুদকের অভিযোগের প্রেক্ষিতে তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

ডিআইজি মিজান ছাড়াও তার এক ভাই ও ভাগ্নের নামে করা সম্পদসহ ৪ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকার সম্পদের তথ্য তুলে ধরা হয়।

/এসএস

মন্তব্য করুন