
ভয়েস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা কোনো তোষামোদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ২ে৯২ নং আসন) চট্টগ্রাম-১৫ (সতকানিয়া-লোহাগড়া) আসন থেকে নির্বাচিত এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতা ড. নদভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার প্রশংসা করলে অনেকে বলেন তোষামোদ করি। হাদিসে আছে ’যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া করে না’। সুতরাং প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায় করতে হবে। এটা তোষামদ নয়; এটা তার শুকরিয়া।
তিনি বলেন, বর্তমান সরকারে বিদ্যুত উন্নয়ন, ফ্লাইওভার, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন বিরুধিবাদীদের চোখে পড়ে না। এসময় তিনি পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ‘তাদের বধির করে দেয়া হয়েছে’। তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখে না তারা আসলে বধির।
গতকাল বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ড. আবু রেজা নদভী এমপি।
রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন, এমপি-মন্ত্রী এবং নেতাকর্মীরা ইসলামী অনুশাসন বেশি মানেন। নামাজও বেশি পড়েন, ওমরাও বেশি করেন।
তিনি বলেন, বিএনপি সরকার ইসলাম রাষ্ট্রধর্ম করে করে তাণ্ডব করেছে, জ্বালিয়েছে-পুড়িয়েছে, মদের লাইসেন্স দিছে। আর আমরা কী করেছি! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করেছেন! তিনি রাষ্ট্রধর্ম বহাল রেখেছেন। কওমি মাদসারাকে স্বীকৃৃতি দিয়েছেন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় করেছেন। ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করেছেন। ৫৭০টি মডেল মসজিদ করতেছেন। রাষ্ট্রধর্ম ইসলামের সাথে মিল রেখে মাননীয় প্রধানমন্ত্রী এসব্ করেছেন।
ড. নদভী আরো বলেন, সন্ত্রাস দমন করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন তা বিশ্বের কোথাও দেখা যায় না। রোহিঙ্গা ক্যাম্বে ব্যক্তিগত কর্মতৎপরতার কথাও তুলে ধরেন ড. নদভী।
এসময় সুন্দর বাজেট উপস্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান . রেজা নদভী।
/এসএস

