
নিখোঁজ বোনের ছেলের খোঁজ পেতে নিজেই অনুসন্ধান চালাতে মাঠে নেমেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহেমদ সোহেল তাজ। তিনি আজ মঙ্গলবার নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম সৌরভের বাবা-মাকে সঙ্গে নিয়ে ফেসবুক লাইভে এ তথ্য জানান।
ফেসবুকে প্রথমবারের মতো লাইভ করতে এসে শুরুতে স্ট্রিমিংয়ে কিছুটা বিভ্রাট তৈরি হলেও দর্শকদের পরামর্শে তা ঠিকমতোই শেষ হয়। শুরুতে নিখোঁজ সৌরভের বাবা আমিন সাহেব জানান, গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে যাওয়ার পথে নিখোঁজ হন সৌরভ।
তিনি জানান, ছেলের খোঁজ পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে বলা হয়, এখনও এ বিষয়ে কোন তথ্য নেই। রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সংবাদ সম্মেলনের পর কেউ যোগাযোগ করেছিল কি না। তিনি জানান, এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি।
পরে সোহেল তাজের ফেসবুক লাইভে সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান জানান, এর আগে ঢাকার বনানী থেকে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম করে সৌরভকে নিয়ে যাওয়া হলেও তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এবং ওই বিশেষ বাহিনীর সদস্যরা সৌরভের সঙ্গে যোগাযোগ রাখত। তিনি আরও দাবি করেন, ওই বিশেষ বাহিনীর সদস্যরা নিজেদের ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দেন।
সৈয়দা ইয়াসমিন আরজুমান জানান, নিখোঁজ হওয়ার আগে নিজেদের জিনের সদস্য পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে ফোন করে সৌরভকে ডেকে নেওয়া হয়। কথিত জিনের সঙ্গে দেখা করতে গিয়েই নিখোঁজ হন সৌরভ।
প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে নয় দিন ধরে নিখোঁজ সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ফেরত চেয়েছেন তার স্বজনেরা। সৌরভের মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহেমদ সোহেল তাজ বলেছেন, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা দেশে গুম, অপহরণ কাম্য নয়।
গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে যাওয়ার পথে নিখোঁজ হন সৌরভ।
এ বিষয়ে রাতে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা রইসুল আজম বলেন, এ বিষয়ে র্যাব কিছু জানে না। চাকরির কথা বলে ডেকে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, র্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে চাকরি দেওয়া র্যাবের কাজ না।
জিআরএস/পাবলিক ভয়েস

