দুটি নয়, সব মামলায় জামিন পেলে খালেদা জিয়া মুক্তি পাবেন: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

দুটি মামলার নয়, সব মামলায় জামিন পেলে খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহস ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন তা আজ আবাব প্রমানীত। আদালত যদি খালেদা জিয়ার মুক্তির আদেশ দেন সরকার এখানে কোনো অন্তরায় হবে না । এসময় বিএনপি তাদের দলীয় ব্যর্থতা সরকারের ঘাড়ে দায় চাপাতে চাইছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রতিক্রিয়ায় একথা বলেন আওয়ামী লীগের এ জৈষ্ঠ নেতা।

প্রসঙ্গ, মানহানির অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ৬ মাসের জামিন দিয়েছে আদালত। বাকি আর দুটি মামলায় জামিন পেলে তার মুক্তিতে কোনো বাধা থাকবে না।

গতকাল সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় খালেদার জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলো আদালত। সেই শুনানির ওপর আজকে এই রায় দেওয়া হয়।

/এসএস

মন্তব্য করুন