
পাবলিক ভয়েস: ‘ইসলামিক ফাউন্ডেশনের ডিজির পদত্যাগ পত্র এখনো পায়নি ধর্ম মন্ত্রণালয়। তবে তিনি গত রবিবার সচিবের কাছে পদত্যাগ পত্র দিতে চেয়েছিলেন এবং পদত্যাগ পত্রের সাথে ফাউন্ডেশনের ৫০টিরও বেশি ফাইল সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন’।
আজ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংকালে এ কথা জানান ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
যেসব ফাইল ইফা ডিজি নিতে চেয়েছিলেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী।
তিনি জানান, একটা ফাইলও যেন অফিসের বাইরে না যায় ফাউন্ডেশনের সচিবকে এমন নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সংশ্লিষ্ট খবর:
পদত্যাগ করছেন ইফার মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল
প্রসঙ্গত, ‘ক্ষমতার অপব্যবহার’ করার অভিযোগে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়াও দুর্নীতির অভিযোগে কেন সাময়িক বরখাস্ত করা হবে না এবং তার নিয়োগ কেন বাতিল করা হবে না- তা জানতে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মহাপরিচালককে।
ক্ষমতার অপব্যাবহার করে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদারকে সাময়িক বরখাস্ত করার অভিযোগে তাকে এ শোকজ করে ধর্ম মন্ত্রণালয়।
এরপর গত রবিবার তিনি পদত্যগ পত্র জমা দিয়েছেন বলে খবর প্রকাশ হয়। পরে জানা যায় তিনি পদত্যগ পত্র জমা দেননি। তবে ওইদিনই তিনি শারীরিক অসুস্থার কারণ উল্লেখ্য করে পদত্যাগ পত্র দিতে দিয়েছিলেন।
পূর্বের খবর: সামীম আফজালের নিয়োগ কেন বাতিল হবে না- জানতে চেয়ে মন্ত্রণালয়ের শোকজ
/এসএস

