পদত্যাগ করছেন ইফার মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৯

পদত্যাগ করছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। বোরবার(১৬জুন) তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল। পদত্যাগে নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করতে পারেন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা।

তবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গত সোমবার ধর্ম মন্ত্রণালয় তাকে শোকজ করার পর প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি পদত্যাগ করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এর আগে ছুটির দিনে গুরুত্বপূর্ণ নথি সরাতে গিয়ে তোপের মুখে পড়েন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।

এক পর্যায়ে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিরা। পরে কৌশলে সেখান থেকে বের হন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার সকালে ছুটির দিন হলেও ফাউন্ডেশনের নিজ কক্ষ থেকে অফিসের প্রয়োজনীয় কিছু নথি নিয়ে যেতে চান মহাপরিচালক।

এসময় কর্মকর্তা-কর্মচারিদের বাধায় অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে কিছু না নিয়েই কার্যালয় ত্যাগ করেন তিনি। সচিব আরও জানান, নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মন্ত্রনালয় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন