বিশ্ব বাবা দিবস: ভালো থাকুক সব বাবারা

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

শাহনূর শাহীন, সাংবাদিক ও কলামিস্ট: এই পৃথিবীর সব বাবারা/মনের কোণে স্বপ্ন বোনে/সব বাবারাই কান পেতে সব/খোকা খুকুর গল্প শোনে।/সব বাবারাই স্বপ্ন দেখে/তার মায়ার ধন বড় হবে/বুকের মানিক জীবন গেলেও/অমর কীর্তি পড়ে রবে।

হুম, পৃথিবীর সব বাবারাই এমন হয়ে থাকেন। সব বাবাই নিজের চেয়ে সন্তানের সাফল্যে বেশি আনন্দিত হন। এজন্যই বাবারা পৃথিবীর শ্রেষ্ঠা অভিভাবক ও নিঃস্বার্থ মানব। এই বাবাদের স্মরণেই আজ বিশ্ব বাবা দিবস।

বাবা পৃথিবীর সব মানুষের হৃদয়ে শ্রেষ্ঠ অভিভাবকের জায়গা দখল করে আছে অপ্রতিদ্বন্ধী হয়ে। বাবা আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ অবলম্বন। বাবার ছায়া প্রত্যেকটা মানুষের জন্য পরম পাওয়া। এ ছায়া চলে গেলে মানুষ ছায়াহীন হয়ে যায়। হয়ে যায় অভিভাবকহীন।

পৃথিবীর সব বাবাদের স্মরণে বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে বাবা দিবস পালন শুরু হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- তা বোঝানোর জন্যই এই দিবসটির প্রচলন শুরু হয়।

পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই এই দিবসের উৎপত্তি। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ই জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম বাবা দিবস পালিত হয়।

১৯১৩ সালে মার্কিন কংগ্রেসে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। পরে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন।

পৃথিবীর অধিকাংশ দেশে জুন মাসের তৃতীয় রোববার বাব দিবস হিসেবে পালিত হয়। সেই হিসেবে এবছর আজ ১৬ জুন বিশ্ব বাবা দিবস। পৃথিবীর বিভন্ন দেশের ন্যায় বাংলাদেশেও আজ বিশ্ব বাবা দিবস পালিত হচ্ছে। বাবা দিবসে পৃথিবীর সব বাবারা ভালো থাকুক এই প্রত্যাশ।

/এসএস

মন্তব্য করুন