
বিভিন্ন মিডিয়া হাউজের মালিক-কর্তাদের ব্যাংক ঋণের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী শেক হাসিনা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে দৈনিক সমকাল পত্রিকার রিপোর্টার আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধনমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের পত্রিকা বা ইলেক্ট্রনিক মিডিয়ার মালিক যারা তাদের ব্যাংক ঋণের খোঁজ নিয়ে তারপর পর নিউজ করবেন। এসব নিয়ে লিখবেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় সফলতা অর্জন করলেও ঋণ খেলাপিরোধে সফল কেন হতে পারছেন না, ঋণ খেলাপি কেন নেতিবাচক হারে বৃদ্ধি পাচ্ছে’ সমকাল পত্রিকার ওই সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রসঙ্গ, রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট ঘোষণার পরেরদিন বাজোটোত্তর সংবাদ সম্মেলন করে থাকেন অর্থমন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। অসুস্থার কারণে গতকাল জাতীয় সংসদে অর্থমন্ত্রী পূণাঙ্গ বাজেট উপস্থাপন করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর অনুরোধে প্রধানমন্ত্রী বাজেট বইয়ের বাকী অংশ উপস্থান করেন।
মন্ত্রীর অসুস্থতার কারণে আজ শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনও প্রধানমন্ত্রী নিজে করেছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সূচনা বক্তব্য দেন। এবং বক্তব্য শেষ করে উপস্থিত সাংবাদিদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন।
/এসএস

