‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা’

২০১৯-২০ অর্থ বছরের বাজেট

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

এরপর এক জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন অংশ পড়ার আগে ‘এই লাইনটিও পড়তে হবে আমাকে’ বলে প্রধানমন্ত্রী বাম দিকে ঘাড় ঘুরিয়ে হেসে ওঠেন।


পাবলিক ভয়েস: জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা। আজ সংসদে বাজেট উপস্থাপনের সময় নিজেকে নিজে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেক হাসিনা। তবে এটা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর পক্ষ থেকে দিয়েছেন।

গত কয়েকদিন ধরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল অসুস্থতাবোধ করছেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাও নিচ্ছেন। বাজটে পেশ করার জন্য দুপুরে তিনি হাসপাতাল থেকে সংসদে যোগ দেন।

অসুস্থতা নিয়েই বাজেট উপস্থাপন শুরু করেন। মাঝপথে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রীকে বাজেট বইয়ের বাকী অংশ পড়ার অনুরোধ করেন। তখন প্রধানমন্ত্রী বাজেটের বাকী অংশ উপস্থাপন করেন।

এসময় বাজেট বইয়ে উল্লিখিত অর্থনীতিতে বাংলাদেশের সফলতা ও অর্জন নিয়ে দক্ষ নেতৃত্বের কারণে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ’ বাক্য বেশ কয়েকবার প্রধানমন্ত্রী পড়ে যান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজা করে বলেন, মাননীয় স্পিকার এটা কিন্তু আমার বক্তব্য না। এটা অর্থমন্ত্রীর পক্ষ থেকে পড়ছি।

এসময় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেসব জায়গায় আপনাকে ধন্যবাদ দেয়া হয়েছে সেসব জায়গা আপনি অবশ্যই পড়বেন।

এরপর এক জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন অংশ পড়ার আগে ‘এই লাইনটিও পড়তে হবে আমাকে’ বলে প্রধানমন্ত্রী বাম দিকে ঘাড় ঘুরিয়ে হেসে ওঠেন।

উল্লেখ্য, আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এটি জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা জিডিপির ১১ শতাংশ।

এনবিআর বর্হিভূত রাজস্ব আয় ১৪ হাজার ৫০০ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। আর কর বর্হিভূত রাজস্ব আয় ৩৭ হাজার ৭১০ কোটি টাকা । এটি জিডিপির ১ দশমিক ৩ শতাংশ।

/এসএস

মন্তব্য করুন