
জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থ বছরের সম্পূরক বাজেট এবং ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। দুপুর তিনটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
শুরতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর ৩টা ১০মিনিটে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উপস্থাপনের প্রস্তুতি নেন অর্থমন্ত্রী মোস্তাফা কামাল। শুরুতে তিনি স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে নিয়ে নিজের করা একটি ডকুমেন্টারি প্রদর্শনের অনুমতি চাইলে স্পিকার অনুমতি প্রদান করেন।
লোটাস কামাল খ্যাত আ হ ম মোস্তাফা কামাল এবারই প্রথম জাতীয় সংসদে বাজেট পেশ করছেন। এর আগে তিনি আওয়ামীলীগ নেতৃত্বাধীন আগের সরকারের ২০১৪-১৮ সেশনে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এবারের নতুন সরকারের মন্ত্রীসভায় তিনি অর্থমন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে লোটাস কামাল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করতে চলেছেন এমন সময়ে যখন তার সামনে রয়েছে বৃহত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যপূরণ করার মতো বড় চ্যালেঞ্জ।
অসুস্থতার কারণে স্পিকারের অনুমতি নিয়ে নিজের আসনে বসে আনুষ্ঠানিক বাজেট উপস্থাপনা শুরু করেন মোস্তফা কামাল। বেশ কয়েকদিনর ধরেই অর্থমন্ত্রী জ্বরে ভুগছেন।
গত মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। অসুস্থা অবস্থাতেই হাসপাতাল থেকেই তিনি বাজটে উপস্থাপনের জন্য সংসদে যোগদান করেন। এর আগে গতকাল বুধবারও তিনি হাসপাতাল থেকেই সংসদে যোগ দিয়েছিলেন।
/এসএস

